ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাত জেগে পরিচ্ছন্নতা কাজের তদারকি করছেন মেয়র খোকন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
রাত জেগে পরিচ্ছন্নতা কাজের তদারকি করছেন মেয়র খোকন রাত জেগে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকন-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাত জেগে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকন। নগর ভবনের সেমিনার কক্ষ থেকে লাইভ মনিটরিং এর মাধ্যমে পুরো ডিএসসিসি এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম দেখেন মেয়র।

এ সময় বিভিন্ন এলাকার কাউন্সিলর কনজারভেন্সি অফিসার ও পরিদর্শকদের সাথে কথা বলে তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হচ্ছে।

মেয়র সাঈদ খোকন এই নিয়ে তৃতীয় কর্ম দিবস রাতে অফিস করছেন।

এর আগেও দুই বৃহস্পতিবার রাতে অফিস করেন। নগরীর যানজট কমাতে বৃহস্পতিবার প্রতিকী ভাবে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত অফিস করেন। এ সময় অন্যান্য অফিসাররাও তার সঙ্গে রাত জেগে অফিস করেন।

পুরো ডিএসসিসি এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি অন্যান্য সমস্যাদি শুনে তার তাৎক্ষণিক সমাধান দেন মেয়র।

ডিএসসিসির ১ নং ওয়ার্ডের খিলগাঁও ব্লক-এ জলাবদ্ধতা নিয়ে স্থানীয় কর্মকর্তার সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মেয়র।

মেয়র বলেন, রাজধানীর যানজট নিরসনে প্রতিকী কর্মসূচির অংশ হিসেবে আমি রাতে অফিস করছি। তাছাড়া রাতে পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করে তাদের সাথে সপ্তাহে একদিন অন্তত কাজ করতে পারলে তারা তৃপ্ত হয়। কাজেও গতি আসে। শুধু তাই না রাতে রাজধানীতে যদি কোনো দুর্ঘটনাও ঘটে তাহলে আমি এখানে বসেই দেখতে পাচ্ছি। লাইভ মনিটরিং এর মাধ্যমে সব দেখতে পারছি।

সাঈদ খোকন আরও বলেন, ‘পাশবর্তী দেশ ভারতের কলকাতা সিটি করপোরেশন শতভাব বর্জ্য অপসারণের সক্ষমতা অর্জণ করে বিশ্ব রেকর্ড গড়েছে। এ জন্য তারা পুরস্কারও পেয়েছে উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, পাশবর্তী শহর কলকাতা সিটি করপোরেশন শতকরা একশভাগ বর্জ্য অপসারণের সক্ষমতা অর্জন করে পুরস্কার পেয়েছে। আমরা সেখান থেকে জানতে চাই এবং বুঝতে চাই। আমরা আগামী পুরস্কারটি যাতে পাই সে চেষ্টা শুরু করেছি। তবে আমাদের লজেস্টিক সাপোর্টে কিছুটা সমস্যা আছে। সেগুলো পূরণ করতে হবে। আমরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা থেকে শতভাগ বর্জ্য অপসারণ করে একটি সুন্দর পরিচ্ছন্ন নগরী গড়তে চাই। ’

তবে নতুন ওয়ার্ডগুলোতে এখনো প্রশাসনিক কার্যক্রম শুরু না হওয়ায় বর্জ্য ব্যবস্থাপনার কাজ শুরু হয়নি বলেও জানান মেয়র সাঈদ খোকন।

এ সময় মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সচিব মো. শাহাবুদ্দিন খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মোঃ জাহিদ হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শেখ সালাউদ্দিন, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. ইউসুফ আলী সরদার, প্রধান প্রকৌশলী মো, রেজাউল করিম, প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, অক্টোবর ২৬,২০২৮
এসএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।