ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ-ভারত বন্ধুপ্রতিম রাষ্ট্র: শ্রিংলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
বাংলাদেশ-ভারত বন্ধুপ্রতিম রাষ্ট্র: শ্রিংলা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভায় ভারতীয় হাইকমিশনার

কক্সবাজার: ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশ ও ভারত বন্ধুপ্রতিম রাষ্ট্র। দুটি দেশই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত; যেখানে সবসময় সব ধর্মের অনুসারীরা নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে বসবাস করে আসছে।

শুক্রবার (২৬ অক্টোবর) বেলা ১২টার দিকে কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত জেলা পূজা উদযাপন পরিষদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

উভয় রাষ্ট্রে সম্প্রীতির এই ঐতিহাসিক বন্ধন আরো সুদৃঢ় করার জন্য সবাইকে সব সময় সচেতন থাকার আহ্বান জানান তিনি।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রনজিৎ দাশের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহিদুর রহমান, কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান, চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজিবুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা প্রমুখ।

সভায় হর্ষ বর্ধন শ্রিংলাকে পূজা উদযাপন কমিটির নেতারা পুষ্পস্তবক ও প্রবাল উপহার দিয়ে শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।