ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডিএসসিসির বিনামূল্যে স্বাস্থ্যসেবায় ব্যাপক সাড়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
ডিএসসিসির বিনামূল্যে স্বাস্থ্যসেবায় ব্যাপক সাড়া বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে নগরবাসীর জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নেওয়া বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাপক সাড়া ফেলেছে।

গত ১৮ অক্টোবর ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন  পনের দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধন করেন। এতে প্রাথমিক স্বাস্থ্যসেবার পাশাপাশি বিনামূল্যে সরবারহ করা হচ্ছে ওষুধ।

এ সেবা কার্যক্রম চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন ওয়ার্ডের সেবাকেন্দ্রে ব্যাপক ভিড়। শিশু ও নারীসহ নগরবাসীরা স্বাস্থ্যসেবা নিচ্ছেন।   

জানা যায়, ডিএসসিসি’র উদ্যোগে করপোরেশনের পাঁচটি অঞ্চলের ৫৭টি ওয়ার্ডের মোট ৬৮টি কেন্দ্রে বিনামূল্যে ওষুধসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।  

নগরবাসী ডিএসসিসির এ ধরনের উদ্যোগের প্রশংসা করে এ সেবা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এসএম/এএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।