শুক্রবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে তারা ফ্লাইওভারের ঢালে আহতাবস্থায় পড়ে থাকলে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে পুলিশ। সন্ধ্যা ৭টার দিকে মাসুদকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ফকির বাংলানিউজকে জানান, দু’জনে খিলগাঁও ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে আহতাবস্থায় পড়েছিলেন। তখন খবর পেয়ে পুলিশ দু’জনকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যায়। কিন্তু সেখানে মাসুদকে মৃত ঘোষণা করা হয়। ফয়সাল চিকিৎসাধীন রয়েছেন।
ফয়সালের বরাত দিয়ে ওসি জানান, দু’জন বাসাবো এলাকায় থেকে স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করছিলেন। দুর্ঘটনা কী কারণে হয়েছে, কোনো বাহন ধাক্কা দিয়েছে নাকি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়েছে, তা জানা যায়নি।
মাসুদের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এজেডএস/এইচএ/