শুক্রবার (২৬ অক্টোবর) বিকেলে কক্সবাজার শহরের বাহারছড়া বৌদ্ধ বিহারের দানোত্তম কঠিন চীবর দানোৎসবকে ঘিরে দেখা গেল এমন দৃশ্য। এদিন থেকে কক্সবাজারে শুরু হয়েছে মাসব্যাপী দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব।
বৌদ্ধ ধর্মাবলম্বীরা জানান, বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা উপলক্ষে কল্পজাহাজ ভাসানো এবং ফানুসের আলোয় আকাশ রঙ্গিন হওয়ার পর এবার পূণ্যের বার্তা নিয়ে শুরু হয়েছে মাসব্যাপী দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব।
দক্ষিণ চট্রগ্রামের বৌদ্ধদের সবোর্চ্চ ধর্মীয় ও রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মহাথের জানান, ভিক্ষুদের পরিধেয় চীবরের (কাপড়) অভাব মোচন এবং বৌদ্ধ নর-নারীদের মধ্যে দানের চেতনা বাড়ানোর জন্য ভগবান বুদ্ধ কঠিন চীবর দান প্রবর্তন করেন।
বৌদ্ধধর্মাবলম্বীদের ধারনা, এ দানের প্রভাবে ধন সম্পদ লাভ করা যায়। কল্পতরু প্রসঙ্গে তিনি বলেন, বৌদ্ধধর্মাবলম্বীরা পুনর্জন্মে বিশ্বাসী। স্বর্গে গমন করার পর কল্পতরু দানের প্রভাবে সুদীর্ঘ কাল ধনসম্পদ ভোগ করা যায়।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এএইচ/