শুক্রবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মাহমুদ জামানের নেতৃত্বে টাস্কফোর্সের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজরাজেশ্বর ইউনিয়নের লক্ষ্মীমারার চরে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর প্রধানিয়ার বাড়িতে মা ইলিশ মজুদ রয়েছে।
চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মাহমুদ জামান বাংলানিউজকে বলেন, দুপুর ২টা থেকে ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় ৫শ’ মণ মা ইলিশ জব্দ করা হয়। এর মধ্যে ১শ’ মণের বেশি মাছ নিয়ে আসা হয়েছে। রাত হয়ে যাওয়ায় বাকি মাছ স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্যসহ অন্যান্যের জিম্মায় রেখে আসা হয়েছে।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি বাংলানিউজকে বলেন, জেলেরা হামলা করার পর পুলিশ সুপারকে বিষয়টি তাৎক্ষণিক জানানো হয়। পরে কোস্টগার্ড ও আরো পুলিশ সদস্য এসে অভিযানে সহযোগিতা করেন। শনিবার (২৭ অক্টোবর) জব্দকৃত বাকি মা ইলিশ উদ্ধার করা হবে।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
আরএ