শুক্রবার (২৬ অক্টোবর) নিজের টুইটার অ্যাকাউন্টে এক টুইট বার্তায় তিনি এ অভিনন্দন জানান তিনি।
টুইট বার্তায় মোদী লিখেন, ‘১৯৬১ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকৈ ছায়ানট বাংলাদেশ ও বিশ্বে গুরুদেব ঠাকুর (বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর) চর্চায় প্রধান ভূমিকা রেখে চলেছে।
‘এমনকি যখন পূর্ব পাকিস্তানে রবীন্দ্র সংগীতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় তখনও এর প্রতিবাদে বেশ জোরালো ভূমিকা রাখে সংগঠনটি। এর সঙ্গে যুক্ত প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি। ’
রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রবর্তিত ভারত সরকারের ‘টেগর সম্মাননা’ পাচ্ছে বাংলাদেশের ছায়ানট৷ গত ২৫ অক্টোবর ২০১৫ সালের সম্মাননার জন্য ছায়ানটকে মনোনীত করে একটি জুরি বোর্ড।
বিশ্ব ভ্রাতৃত্বে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২০১২ সাল থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে ‘টেগর অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। জুরি বোর্ডের পরামর্শে এই সম্মাননার নাম পরে পরিবর্তন করে ‘টেগর অ্যাওয়ার্ড ফর কালচারাল হারমনি’ রাখা হয়।
প্রথমবার টেগর অ্যাওয়ার্ড পেয়েছিলেন পন্ডিত রবিশংকর। এই পুরস্কারের মূল্যমান এক কোটি রুপি।
বাংলাদশে সময়: ১১০১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
টিআর/এমএ