শনিবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে জালালাবাদ অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন হতাশা প্রকাশ করেন।
মন্ত্রী বলেন, দেশের অন্যান্য এলাকার চেয়ে সিলেটের শিক্ষার হার কম, কারণ অনেকে বলে আমাদের লোকজন খুব বেশি বিদেশ পাড়ি দেয়।
সিলেটের ব্যাপক সংখ্যক লোক জাহাজে কাজ করেন উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ভারতীয় ইতিহাসে দাবি করা হয়, তাদের পক্ষ থেকে রাজা রামমোহন রায় ১৮২২ সালে সর্বপ্রথম বিলেতে যান। ইতিহাস কিন্তু তা বলেন না, ইতিহাস বলে প্রথম বিলেতে গিয়েছিলেন সিলেটি মানুষ। ১৮০০ সালে লন্ডনে গিয়েছিলো। তিনি তার বাপ-চাচার হত্যার প্রতিশোধের জন্য গিয়েছিলেন। এরা হলেন সৈয়দ হাদি ও সৈয়দ মাহাদী।
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনের সমালোচনা করেন মুহিত বলেন, সমঝোতার মাধ্যমে নতুন কমিটি করলে ভালো হতো। এর আগের আমরা ভোটবিহীন কমিটি গঠন করেছি। এটা ভালো দিক নয়। অর্থমন্ত্রীর বক্তব্যের আগে জালালাবাদের সভাপতি সিএম তোফায়েল সামির সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈয়দ জগলুলপাশার ও কোষাধ্যক্ষ অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব পেশ করেন। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক তিনটি সংশোধনীর প্রস্তাব তুলেন ধরেন।
অন্যদিকে একই দিন সকাল ১০টায় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে দু’টি প্যানেলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
এমএফআই/এসএইচ