ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আগৈলঝাড়ায় নার্সিং পড়ুয়া ছাত্রীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
আগৈলঝাড়ায় নার্সিং পড়ুয়া ছাত্রীর মরদেহ উদ্ধার

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় নিপা সরকার (২০) নামে নার্সিং পড়ুয়া এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার রাজিহার ইউনিয়নের বাটরা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিপা ওই গ্রামের মৃত বনমালী সরকারের মেয়ে।

তিনি গোপালগঞ্জের নার্সিং ইনস্টিটিউটের শেষ বর্ষের ছাত্রী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ অক্টোবর) রাতের যেকোনো সময় ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন নিপা। শনিবার সকালে নিপার মরদেহ দেখে থানায় খবর দেন স্বজনরা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল   মর্গে পাঠায়।  

আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।