ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সালমানের রায়ের বিরুদ্ধে আপিলের স্থগিতাদেশ বাড়লো

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
সালমানের রায়ের বিরুদ্ধে আপিলের স্থগিতাদেশ বাড়লো সালমান খান

বলিউড অভিনেতা সালমান খানের বিরুদ্ধে জোড়া কৃষ্ণসার হরিণ হত্যাসহ মোট দু’টি মামলার রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানির স্থগিতাদেশ ‘সময় স্বল্পতার কারণে’ ১৮ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছেন আদালত।

শনিবার (২৭ অক্টোবর) সালমান খানের আইন উপদেষ্টা মহেশ বোরা বলেন, যোধপুর সেশন কোর্টে দু’টি আপিল শুনানি মুলতবি রয়েছে। এর মধ্যে একটি অস্ত্র আইনে সালমান খানের মুক্তির বিরুদ্ধে সরকারের, অন্যটি কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দেওয়া সাজার বিরুদ্ধে সালমানের।

দু’টি আপিলের শুনানিই আদালতের হাতে যথেষ্ট সময় না থাকার কারণে পেছানো হয়েছে।

এর আগে এই দু’টি আবেদনের শুনানি স্থগিত ছিল ২৭ নভেম্বর পর্যন্ত।

১৯৯৮ সালে সুরজ বরজাতিয়া পরিচালিত ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির দৃশ্যধারণ চলাকালে ‘থর’ মরুভূমির শহর যোধপুরের কাছে কঙ্কণী গ্রামে বিরল প্রজাতির দু’টি কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমান খানের বিরুদ্ধে। পরে ১৯৯৯ সালে এ মামলাটি দায়ের করা হয়। এতে সালমান ছাড়াও আসামি করা হয় সাইফ আলী খান, টাবু, সোনালি বেন্দ্রে ও নীলমকে।

চলতি বছর ৫ এপ্রিল মামলাটির চূড়ান্ত রায় ঘোষণা করেন আদালত। রায়ে সালমানকে পাঁচ বছর কারাদণ্ড ও ১০ হাজার রুপি অর্থদণ্ড দেওয়া হয়। খালাস দেওয়া বাকি আসামিদের।

দু’দিন কারাভোগের পর গত ৭ এপ্রিল আদালত থেকে জামিন পান সালমান খান।

আর হরিণ হত্যা ব্যবহৃত অস্ত্র বহন মামলায় রাজস্থানের আদালত সালমান খানকে খালাস দিলেও গত বছর এর বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।
 
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।