ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ঘণ্টাঘর এলাকায় ট্রাক্টরচাপায় রাজু আহমেদ (২৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শনিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

রাজু ওই উপজেলার সাতনালা ইউপির সাতনালা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

তিনি ধান-চালের ব্যবসা করতেন বলে জানা গেছে।
 
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেসুল ইসলাম বাংলানিউজকে জানান, সন্ধ্যায় রাজু মোটরসাইকেলে করে ওকরাবাড়ি থেকে ঘণ্টাঘর বাজার যাচ্ছিলেন। পথে ওই বাজারে পৌঁছলে একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।