তাদের মধ্যে তুষার জেলার মদন উপজেলার ব্রি-বরিকান্দি গ্রামের নির্মল সামন্তর ছেলে ও ছালেক মোহনগঞ্জ উপজেলার কমলপুর গ্রামের নন্দু মিয়ার ছেলে।
শনিবার (২৭ অক্টোবর) দুপুর ও রাতে পৃথকস্থান থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ দু’টি উদ্ধার করা হয়।
নেত্রকোনা মডেল এবং মোহনগঞ্জ, দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান ও মো. শওকত আলী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, তুষার জেলা শহরের সাতপাই এলাকার ‘গ্রিন ম্যাস’ নামে একটি ছাত্রাবাসে থেকে নেত্রকোনা সরকারি কলেজে পড়াশোনা করতেন। তার থাকার রুম থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে ঘর থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।
অপরদিকে মোহনগঞ্জের মাদকসেবী ছালেক মাদক না পেয়ে বেশ কিছুদিন ধরে শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন। মাদকসেবন করতে না পেরে স্থানীয়সহ পরিবারের লোকজনদের সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করেন। সর্বশেষ শনিবার সে আত্মহননের পথ বেছে নেন ছালেক।
মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান সংশ্লিষ্ট থানার ওসিরা।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
জিপি