শনিবার (২৭ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট।
কর্মশালার উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী একে এম হারুন-উর-রশিদ।
এলজিইডি কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আব্দুল আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি ঢাকার নবিদেপ উপ-প্রকল্প পরিচালক মো. আনোয়ার হোসেন, এলজিইডি নবিদেপ রংপুর অঞ্চলের উপ-প্রকল্প পরিচালক হক মাহমুদ ও উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাদের।
কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বুয়েটের প্রফেসর ড. শামসুল হক, প্রফেসর ড. মাহবুব আলম তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মো. শরিফুজ্জামানসহ এলজিইডির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
কর্মশালায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক বাস্তবায়নে আমাদের সবার সম্মিলিত সচেতনতা ও চেষ্টা জরুরি। শুধু প্রশাসন বা গাড়ি চালকরা সচেতন হলে চলবে না। পথচারীসহ সবাইকে সচেতন হতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। কর্মশালায় কমিউনিটি ভিত্তিক নিরাপদ সড়ক কর্মসূচির টিওটি দলের ফ্যাসিলেটররা অংশ নেয়।
বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
এফইএস/এএটি