শনিবার (২৭ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার ভাদিয়ালী সীমান্তে এ ঘটনা ঘটে।
কাকডাঙ্গা বিওপিতে কর্মরত রফিক ল্যান্স নায়েক পদমর্যাদার একজন সদস্য।
স্থানীয়রা জানান, বাংলাদেশ ও ভারতের চোরাকারবারীরা নদীর পানির নিচ দিয়ে পণ্য আনা-নেয়ার জন্য দড়ি রেখে দেয়। এই পাশে পণ্য দড়িতে বেঁধে সেই দড়ি ওই পাশে টেনে নেয়া হয়ে থাকে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে সোনাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভাদিয়ালীর ১নং পোস্টের ১৩/৩৬ আরবি’র কাছে সোনাই নদীর ধারে টহল দেওয়ার সময় চোরাকারবারীদের অবস্থান বুঝতে পারেন। এসময় তাদের তাড়া করে পণ্য উদ্ধার করতে গিয়ে পণ্যবাঁধা দড়ি ধরে ফেলেন কাকডাঙ্গা বিওপির ল্যান্স নায়েক রফিক।
এসময় ভারতের পাশ থেকে সেখানকার চোরাকারবারীরা ভারতের দিকে দড়ি ধরে ওই পাশে টান দেন। রফিকও দড়ি ধরে বাংলাদেশের দিকে টানতে থাকেন। তখন দড়িতে জড়িয়ে নদীর মাঝ বরাবর চলে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় তার।
খবর পেয়ে বিজিবি সদস্যরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মহিউদ্দীন আহম্মেদ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এসআইএস