বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা ৪৮ ঘণ্টার কর্মবিরতির প্রথম দিনেই ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।
রোববার (২৮ অক্টোবর) সকালে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অফিসমুখী মানুষরা রিকশাকেই বেছে নিয়েছেন।
রাজধানীর বাংলামোটর, শাহবাগ, মগবাজার, মৌচাক, মালিবাগ, শান্তিনগর, পল্টন এলাকা ঘুরে দেখা যায়, রাজধানীর প্রধান সড়কগুলো রিকশার দখলে। যদিও দু’একটা দ্বিতল বিআরটিসির (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন) বাস চোখে পড়েছে। যেসব সড়কে রিকশা চলাচলে বাধা, সেখানে রিকশাই আজ প্রধান ভরসা। যাত্রীদের রিকশা ছাড়া কোনো উপায়ও নেই।
মগবাজার মোড়ে রুবেল আহমেদ নামে এক রিকশার যাত্রী বাংলানিউজকে বলেন, আমি মগবাজার থেকে মতিঝিল যাবো। যানবাহন না থাকায় কোনো উপায় না পেয়ে রিকশায় উঠেছি। তবে ভাড়া দিতে হবে ১০০ টাকা। সাধারণভাবে ভাড়া ৭০ টাকা। আজ ধর্মঘট বলে ভাড়া বেশি দিতে হচ্ছে।
রিকশা ভাড়া বেশি কেন? জানতে চাইলে রিকশাওয়ালা আবদুল মজিদ বলেন, হরতালে রাস্তায় রিক্স বেশি। রিক্স নিয়ে রিকশা চালাই। তাই একটু ভাড়া বেশি নেই।
উল্লেখ্য, সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা পরিবর্তনের দাবিতে রোববার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে দেশজুড়ে ৪৮ ঘণ্টার ‘কর্মবিরতি’ পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
বাংলাদশে সময়: ১২২০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
টিআর/ওএইচ/