শনিবার (২৭ অক্টোবর) ভারতের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার কোনাগ্রামের বাবুরখাল পুল এলাকা থেকে তাকে আটক করে সিনিয়র সহকারী পরিচালক পিযুষ চন্দ্র দাসের নেতৃত্বে র্যাবের একটি টিম।
এসময় মান্নানের কাছ থেকে পাঁচটি নীল রংয়ের ভর্তি খাকি কাগজে মোড়ানো ১০০ পিস হাই এক্সপ্লোসিভ পাওয়ার জেল, সাদা তার সংযুক্ত ১০০ পিস ইলেক্ট্রিক ডেটোনেটর জব্দ করা হয়।
এতে র্যাব অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ বলেন, উচ্চ ক্ষমতাসম্পন্ন এ ধরনের ১০টি বিস্ফোরক দিয়ে দু’তিন তলা ভবন পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া যাবে। এসব বিস্ফোরকদ্রব্য মূলত ভারতের আসাম ও মেঘালয় কয়লা খনিতে ব্যবহৃত হয়ে থাকে।
তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য এসব বিস্ফোরক আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আটক মান্নানকে।
সংবাদ সম্মেলেন র্যাবের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এনইউ/এইচএ/