ইলিশ প্রজনন মৌসুমে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শেষ হবে রোববার (২৮ অক্টোবর) রাত ১২টায়। দীর্ঘ ২২ দিন অলস সময় কাটিয়ে আবার ব্যস্ত হয়ে পড়েছে উপকূলের জেলেরা।
সোমবার (২৯ অক্টোবর) সকাল থেকে পাথরঘাটাসহ বিভিন্ন ঘাট থেকে মাছ শিকারের উদ্দেশে সাগরে যাত্রা শুরু করবে জেলেরা। এর আগে রোববার (০৭ অক্টোবর) থেকে রোববার (২৮ অক্টোবর) পর্যন্ত টানা ২২ দিন সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।
দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, জেলেদের মধ্যে লেগে গেছে মহাব্যস্ততা। বাজারসহ আনুসঙ্গিক কাজ সম্পন্ন শেষ, সকাল হলেই তারা ট্রলারে বরফ ভরে সাগরে যাত্রা শুরু করবে।
সরেজমিন গিয়ে দেখা যায়, নিষেধাজ্ঞার শেষ দিনেই প্রশাসনের আড়ালে সাগরে যাওয়ার জন্য নিজ নিজ ট্রলারে জাল উঠাচ্ছেন, বাজার করে ট্রলারের নির্ধারিত জায়গায় সংরক্ষণ করছেন। আবার কেউ কেউ পাথরঘাটা পৌর শহরের পাইকারি মুদি দোকানে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনায় ব্যস্ত হয়ে পড়েছেন।
দণি পাথরঘাটা গ্রামের ট্রলার মাঝি জাকির হোসেন বাংলানিউজকে বলেন, ১৫ দিনের বাজার করা হয়েছে। রাত ১২টার পরই বরফ মিলের ঘাটে ট্রলার নিয়ে যাবো। কাল সকালে বরফ ভরেই জোয়ারেই ট্রলার ছাড়বো।
বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দুলাল মাস্টার বাংলানিউজকে বলেন, নিষেধাজ্ঞা শেষে উপকূলের হাজার হাজার জেলেরা মাছ ধরতে সাগরে যাওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে। রাত পোহালেই সাগরে যাত্রা করবে ট্রলারগুলো।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এনটি