মন্ত্রী জানান, ইতোমধ্যে উক্ত অর্থ ভিক্ষুকদের বিকল্প কর্মসংস্থানের জন্য ৫৮টি জেলার জেলা প্রশাসক ও উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ স্বাক্ষরে পরিচালিত ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
রোববার (২৮ অক্টোবর) জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য বেগম হাজেরা খাতুন লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী আরো জানান, ভিক্ষাবৃত্তি বন্ধের জন্য বিমানবন্দর, হোটেল র্যাডিসন, দূতাবাস এলাকা, হোটেল সোনারগাঁও, হোটেল রূপসী বাংলা, বেইলী রোড এলাকায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর প্রশ্নের জবাবে রাশেদ খান মেনন জানান, খুলনা জেলার রূপসা উপজেলায় ৬টি, তেরখাদা উপজেলায় ৭টি ও দীঘলিয়া উপজেলায় ৬টি বেসরকারি এতিমখানায় সরকারি অনুদান দেওয়া হয়।
একই দলের সাধন চন্দ্র মজুমদারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তরের আওতায় সারাদেশে শান্তি নিবাস (বৃদ্ধাশ্রম)’র সংখ্যা ৬টি। আশ্রমগুলো ঢাকা বিভাগের ফরিদপুর, খুলনা বিভাগের বাগেরহাট এবং চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও রাজশাহী জেলায় অবস্থিত। বৃদ্ধাশ্রমগুলোর প্রতিটিতে ৫০ জন করে সর্বমোট ৩০০ জন প্রবীণ থাকার ব্যবস্থা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এসএম/এএ