মোট ৪০৪টি অভিযানের ৮২ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬৮ জন জেলেকে সর্বনিম্ন তিনদিন থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে মোট ১১ দশমিক ৫১৭ মেট্রিক টন ইলিশের পাশাপাশি ৬৬ লাখ ৭২ হাজার ২০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
এসব তথ্য দিয়ে জেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস বাংলানিউজকে জানান, এতো অভিযানের পরও ইলিশ শিকার করা বন্ধ হয়নি।
মুন্সিগঞ্জের ৩ হাজার ৬৭১ জন জেলেদের জন্য মোট ৭৩ দশমিক ৪২ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। শনিবার (২৭ অক্টোবর) থেকে বরাদ্দের চাল জেলেদের মধ্যে বিতরণ করা হচ্ছে। জেলা মৎস কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, দুই থেকে একদিনের মধ্যে বরাদ্দকৃত চাল বিতরণ করা শেষ হবে।
বাংলাদেশ সময়: ০০৪১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এএটি