রোববার (২৮ অক্টোবর) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগরে ভারত সরকারের অর্থায়নে নিমির্ত কাশিনগর ডিগি কলেজের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রীংলা বলেন, বাংলাদেশ-ভারত ভাই ভাই।
ভারতীয় হাইকমিশনার আরো বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও ভারতের সেনারা স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী ইন্ধিরা গান্ধী বাংলাদেশ-ভারতের মধ্যে একটি শক্তিশালী বীজ বপন করেছিলেন। বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দু’দেশের বন্ধুত্ব অটুট রয়েছে। বাংলাদেশের সুসময় ও দুঃসময়ে ভারত সঙ্গে থাকবে। বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব চির অটুট থাকবে।
অনুষ্ঠানে কলেজ পরিচালনা কমিটির সভাপতি সামছুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব শ্রী রাজেশ উইকি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বর্তমান মহাসচিব সাবান মাহমুদ প্রমুখ।
এর আগে ভারত সরকারের অর্থায়নে ১ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে নিমির্ত কাশিনগর ডিগ্রি কলেজের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রেলমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনার। কাশিনগর হাইস্কুল মাঠে বৃক্ষরোপণ করেন।
কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান, সহকারী কমিশনার ভূমি দীপন দেবনাথ, ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, জেলা আওয়ামী লীগ নেতা সামছুল আলম মজুমদার, জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক, সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, সদর দক্ষিণ উপজেলা আ’লীগের সহ-সম্পাদক কামাল উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগ নেতা জিএম মীর হোসেন, আকতার হোসেন পাটোয়ারী, উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহজালাল মজুমদার, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, একরামুল হক, সৈয়দ আহাম্মদ খোকন, কাজী জাফর, ভিপি মাহবুব হোসেন মজুমদার, জয়নাল আবেদীন খোরশেদ, মাহফুজ আলম, জাফর ইকবাল, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল হক শাহীনসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতরা।
বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এএটি