ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে প্রেস ও কম্পিউটার দোকান সিলগালা, আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
ময়মনসিংহে প্রেস ও কম্পিউটার দোকান সিলগালা, আটক ২

ময়মনসিংহ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ময়মনসিংহ সফরের আগে সরকারবিরোধী প্রচারণার অভিযোগে ময়মনসিংহে একটি প্রেস ও একটি কম্পিউটারের দোকান সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় দুইজনকে আটক করা হয়েছে।

আটকেরা হলেন-কম্পিউটার অপারেটর দীপ (২৫) ও প্রেস ম্যানেজার বাদল (২৮)।  

রোববার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম অভিযানটি পরিচালনা করেন।

 

সিলগালা করা দু’টি প্রতিষ্ঠান হচ্ছে- শহরের ছোট বাজার এলাকার পাক প্রেস ও স্বাধীন গ্রাফিক্স।  

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বাংলানিউজকে জানান, ব্রহ্মপুত্র নদের ওপারে বিভাগীয় সদর দপ্তরের জন্য অধিগ্রহণ করা জমি না দিতে স্থানীয় লোকজন সরকারবিরোধী লিফলেট ছাপিয়েছে। আর এতে জড়িত কম্পিউটার অপারেটর দীপ (২৫) ও ওই প্রেস ম্যানেজার বাদলকে (২৮) আটক করা হয়েছে।  

ওসি আরও জানান, এ বিষয়ে আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এর সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলবে।  

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮ 
এমএএএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।