সোমবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত রিকশাচালকের ছেলে মনিরুল ইসলাম জানান, তারা কামরাঙ্গীরচর নার্সারি গলির সুলতানের বাড়িতে ভাড়া থাকেন।
তিনি জানান, রোববার কামরাঙ্গীরচর কসাই গলি চিনিবাড়ি মোড়ে অজ্ঞানপার্টির সদস্যরা তার বাবাকে চেতনানাশক কিছু খাইয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা স্বজনদের খবর দিলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে একটি ফার্মেসি থেকে কিছু ওষুধ কিনে বাসায় নিয়ে যান। সোমবার সকালে বাসায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধারণা করা হচ্ছে, অজ্ঞান পাটির সদস্যরা তাকে চেতনানাশক কিছু খাইয়ে রিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
আরএ