দুপুরে রাজশাহীর পবার হরিয়ান ও পুঠিয়ার বেলপুকুরে জায়গা পরিদর্শনে যান তিনি।
এসময় আশা প্রকাশ করে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, লেদার শিল্প পার্কটি প্রতিষ্ঠা হলে এ অঞ্চলের অর্থনৈতিক প্রবাহ আরও বৃদ্ধি পাবে।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মনিরুজ্জামান মনি, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) রাজশাহীর আঞ্চলিক পরিচালক প্রকৌশলী আজাহারুল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক তামান্না রহমান, স্টেট অফিসার ওয়েসকুরোনী, হিসাব রক্ষণ কর্মকর্তা রায়হান আলী, মহানগরীর বোয়ালিয়া থানা আওয়ামী লীগের (পূর্ব) সভাপতি আতিকুর রহমান কালু প্রমুখ।
এর আগে মহানগরীর খড়খড়ি বাইপাস এলাকায় বিসিক শিল্প নগরী-২ এর জায়গাও পরিদর্শন করেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর, ২৯, ২০১৮
এসএস/আরআর