সোমবার (২৯ অক্টোবর) বিকেলে দুদক কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় রায়ের প্রতিক্রিয়া বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
খালেদার দুর্নীতি মামলা রায়ের প্রতিক্রিয়া নিয়ে জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন, রায়ের প্রতিক্রিয়া তো কিছু নেই সেই অর্থে।
রায়ে সন্তুষ্ট কিনা জানতে চাইলে সরাসরি মন্তব্য না করে দুদক চেয়ারম্যান বলেন, 'না, এ ব্যাপারে... আমি বললাম তো বিজ্ঞ আদালত সাক্ষী সাপেক্ষে, প্রসিকিশন টিমের সাক্ষী দেখে তার বিবেচনায় রায় দিয়েছেন। এখানে সন্তুষ্টির কোনো জায়গা নেই, অসন্তুষ্টিরও জায়গা নেই। আমরা মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছি।
অন্য এক প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতি করলে বিচার হবে। দুর্নীতি করলে দুর্নীতির তদন্ত হবে। তদন্তের পর নিশ্চয় বিচার হবে।
এ মামলার রায়ে কোনো রাজনীতি আছে কিনা এবং অনেক সময় সরকারদলীয় মন্ত্রীরাও খালাস পেয়ে যায়- এমন এক প্রশ্নের উত্তরে দুদক চেয়ারম্যান বলেন, আমি খালাস দিচ্ছি কিনা সেটা দেখতে হবে। আমি তো খালাস দেওয়ার কেউ নয়। এখানে রাজনীতির কিছু নেই৷ এখানে রাজনীতির কিছু আছে বলে আমি মনে করি না। আমরা মামলার কাগজপত্র দেখি, রাজনীতি দেখি না।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
আরএম/এএ