সম্প্রতি বাংলা একাডেমি আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ‘রুম টু রিড বাংলাদেশ’ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত অভিজ্ঞতা ও মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
বেসরকারি সংস্থা ‘রুম টু রিড বাংলাদেশ’ শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করছেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতের মহাপরিচালক প্রফেসর মোহাম্মদ শামছুল হুদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহিলাবিষয়ক অধিদফতরের মহাপরিচালক কাজী রওশন আক্তার, রুম টু রিড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার ও প্রোগ্রাম অপারেশন ডিরেক্টর বদরুজ্জমান খান বাদল।
সভায় ঢাকার ১৩টি বিদ্যালয়ের ৬৫০ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ নাটোর ও সিরাজগঞ্জ জেলার মেয়েশিশুদের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
ওএইচ/