ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে ঐক্যফ্রন্ট’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
‘রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে ঐক্যফ্রন্ট’

জাতীয় সংসদ ভবন থেকে: গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পি। তিনি বলেছেন, তাদের এই ষড়যন্ত্র দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে এবং আগামী নির্বাচনেও প্রত্যাখ্যান করবে।

সোমবার (২৯ অক্টোবর) দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশনের সমাপনী দিবসে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ মন্তব্য করেন বাপ্পি।
 
তিনি বলেন, বাঙালি জাতির ললাটে কলঙ্কের যে তিলক এঁকে দেওয়া হয়েছিল, সেখান থেকে বাংলাদেশকে একটি আইনানুগ রাষ্ট্রে পরিণত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


 
‘আজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে প্রমাণিত হয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে অবৈধ লেনদেন করেছিলেন। যার জন্য তাকে ৭ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও এতিমের টাকা আত্মসাতের অপর এক মামলায় খালেদা জিয়া ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে সাজা ভোগ করছেন’।
 
তিনি আরও বলেন, এসব দুর্নীতিবাজ, ২১ আগস্ট গ্রেনেড হামলাকারী, মানুষ হত্যাকারী, ৭১’র দালাল, যুদ্ধাপরাধী বিএনপি-জামায়াতের সঙ্গে ঐক্যফ্রন্টের নামে ড. কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্না ও আ স ম রব দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছেন, তাদের ষড়যন্ত্রকে বাংলার মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন এবং ডিসেম্বরের নির্বাচনেও প্রত্যাখ্যান করবেন। প্রধানমন্ত্রী বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। যে কারণে আজ সারাদেশে প্রধানমন্ত্রীর জয়গান। সব বিকল্পের বিকল্প আছে কিন্তু শেখ হাসিনার বিকল্প নেই, হতে পারে না।
 
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এসকে/এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।