এ বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের ৩০০ বিধিতে বিবৃতি দাবি করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান।
সোমবার (২৯ অক্টোবর) দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশনের সমাপনী দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই দাবি জানান তিনি।
আরও পড়ুন>>
** মামলা জট কমাতে কাজ করছে সরকার
পীর ফজলুর রহমান বলেন, আমরা এই সংসদে সড়ক পরিবহন আইন পাস করেছি। পরিবহন শ্রমিকরা সেই আইনের কিছু ধারা সংশোধনের বাতিলের দাবি করে অবরোধ করছে। তারা নৈরাজ্যে সৃষ্টি করেছেন। বিভিন্ন স্থানে মানুষ এবং গাড়ির চালকদের মুখে মবিল ও আলকাতরা লেপটে দিচ্ছেন।
‘অবরোধের নামে মানুষের আত্ম-সম্মান, আত্মমর্যাদায় আঘাত করছেন তারপরও রোববার এবং আজ পর্যন্ত প্রশাসন নীরব রয়েছে। আমি এ বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ৩০০ বিধিতে বিবৃতি দাবি করছি। ’
জাপার অপর সংসদ সদস্য (এমপি) নূরুল ইসলাম মিলন বলেন, প্রাথমিক ও অষ্টম শ্রেণীতে সমাপনী পরীক্ষা বাতিলের জন্য সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
প্রাথমিক ও অষ্টম শ্রেণীতে সমাপনী পরীক্ষার প্রয়োজনীয়তা আছে কি-না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এমপি মিলন বলেন, তার মতে প্রাথমিক ও অষ্টম শ্রেণীতে সমাপনী পরীক্ষা রাখা উচিৎ না।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এসকে/এসএম