সোমবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারে আব্দুল জলিলকে তার মুদি দোকান থেকে আটক করা হয়। তিনি জোড়পুকুরিয়া গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত আনারুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মীর মেজবাহুল দারাইন বাংলানিউজকে জানান, সন্ত্রাসী আব্দুল জলিলের দোকানে আগ্নয়াস্ত্র ও গুলি মজুদ রয়েছে-এমন খবরের ভিত্তিতে ওই দোকানে তল্লাশি চালানো হয়।
এসময় সেখান থেকে গুলি ও অস্ত্র পাওয়ায় তাকে আটক করা হয়।
তিনি আরো জানান, আব্দুল জলিল পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। কিছু দিন আগে আব্দুল জলিলকে পাঁচ কেজি গাঁজাসহ আটক করা হয়েছিল। ওই ঘটনায় দায়ের করা মামলায় আদালত থেকে জামিন নিয়ে সম্প্রতি তিনি জেল থেকে বেরিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এসআই