সোমবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার রফিনগর ইউনিয়নের সেচণী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত এরশাদ মিয়া ওই গ্রামের একাব্বর আলীর ছেলে।
স্থানীরা জানান, সেচণী গ্রামের পাশের হাওরে হাঁস চড়ানো নিয়ে আবুল কালাম ও আমিন আলীর লোকজনের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে ঘটনাস্থলেই আমিন আলীর পক্ষের এরশাদ মিয়া নিহত হন। এসময় আহত হন উভয় পক্ষের অর্ধ শতাধিক লোক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এসআই