বৈঠকে যোগদানের লক্ষ্যে সোমবার (২৯ অক্টোবর) ঢাকায় এসেছেন মিয়ানমারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিন দেখতে বুধবার (৩১ অক্টোবর) কক্সবাজারে যাবেন প্রতিনিধি দলের সদস্যরা।
মঙ্গলবার সকাল ১০ টায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় দু’দেশের মধ্যে যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে।
এর আগে গত মে মাসে রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে যৌথ ওয়ার্কিং কমিটির প্রথম বৈঠকে যোগ দিতে ঢাকায় এসেছিলো মিয়ানমারের প্রতিনিধি দল। সেই প্রতিনিধি দলেও নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে। এবার ঢাকায় যৌথ কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গাদের একটি তালিকা হস্তান্তর করা হতে পারে।
এদিকে, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর নেতৃত্বে গত ৯ আগস্ট মিয়ানমার সফর করেন বাংলাদেশ প্রতিনিধি দল। এ প্রতিনিধি দলে পররাষ্ট্র সচিব এম শহীদুলও ছিলেন। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের আবাসন সুবিধা, চলাফেরা ও জীবনযাত্রাসহ প্রত্যাবাসন প্রক্রিয়ার অগ্রগতিও পর্যবেক্ষণ করেন প্রতিনিধি দলের সদস্যরা। এছাড়া ওই সময় দেশটির রাজধানী নেপিডোয় এক বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করেন তারা। পররাষ্ট্রমন্ত্রীর সফরের পর এবার ঢাকায় আসলো মিয়ানমার প্রতিনিধি দল।
বাংলাদশে সময়: ২০১৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
টিআর/ওএইচ/