সোমবার (২৯ অক্টোবর) দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি পাঁচ পুত্র এবং এক কন্যাসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
বাদ এশা মরহুমের জানাজা শেষে যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সাবেক শিক্ষা সচিব, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব-১ এবং বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খানের মায়ের মৃত্যুর সংবাদে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সমাজের সর্বস্তরের মানুষ শোক-সমবেদনা প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এএইচ