সোমবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ১২ ফুট লম্বা এবং ১০ ফুট প্রস্থ ম্যুরালটি বিবিএসের লবিতে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
ম্যুরালের উভয়পাশে মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক হিসেবে টেরাকোটার নান্দনিক চিত্রশৈলী সন্নিবেশ করা হয়েছে।
ম্যুরাল উন্মোচনে পরিকল্পনামন্ত্রী বলেন, বিবিএস দেশের জন্য অনেক ভালো কাজ করছে। তার মধ্যে অন্যতম ম্যুরাল উন্মোচন। সূর্যের আলো যতোদিন থাকবে ততোদিন থাকবেন জাতির পিতা। ম্যুরালের মাধ্যমে জাতির পিতা সম্পর্কে অনেকে নতুন নতুন ধারণা হবে। বঙ্গবন্ধু আমাদের মধ্যে আছেন থাকবেন।
এসময় পরিকল্পনা ও অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, বিবিএস সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিবিএস উপ-পরিচালক মহিউদ্দিন আহমেদ।
এসময় দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করেন গণভবন মসজিদের পেশ ইমাম মাওলানা আতিকুর রহমান।
বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এমআইএস/এনটি