ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিবিএস-এ বঙ্গবন্ধুর সবচেয়ে বড় ম্যুরাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
বিবিএস-এ বঙ্গবন্ধুর সবচেয়ে বড় ম্যুরাল বঙ্গবন্ধুর সবচেয়ে বড় ম্যুরাল। ছবি: বাংলানিউজ

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় ম্যুরাল উন্মোচন করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)।

সোমবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ১২ ফুট লম্বা এবং ১০ ফুট প্রস্থ ম্যুরালটি বিবিএসের লবিতে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।  

ম্যুরালের উভয়পাশে মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক হিসেবে টেরাকোটার নান্দনিক চিত্রশৈলী সন্নিবেশ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক দুলাল চন্দ্র গাইন ম্যুরাল নির্মাণে প্রধান শিল্পী হিসেবে দায়িত্ব পালন করেন। তার সহযোগী শিল্পী হিসেবে দায়িত্ব পালন করেন প্রিন্স শীল ও শিল্পী আল-আমিন।

ম্যুরাল উন্মোচনে পরিকল্পনামন্ত্রী বলেন, বিবিএস দেশের জন্য অনেক ভালো কাজ করছে। তার মধ্যে অন্যতম ম্যুরাল উন্মোচন। সূর্যের আলো যতোদিন থাকবে ততোদিন থাকবেন জাতির পিতা। ম্যুরালের মাধ্যমে জাতির পিতা সম্পর্কে অনেকে নতুন নতুন ধারণা হবে। বঙ্গবন্ধু আমাদের মধ্যে আছেন থাকবেন।

এসময় পরিকল্পনা ও অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, বিবিএস সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিবিএস উপ-পরিচালক মহিউদ্দিন আহমেদ।  

এসময় দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করেন গণভবন মসজিদের পেশ ইমাম মাওলানা আতিকুর রহমান।
 
বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এমআইএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।