ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডিমলায় সড়ক দুর্ঘটনায় মা নিহত, ছেলে আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
ডিমলায় সড়ক দুর্ঘটনায় মা নিহত, ছেলে আহত

নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাজেদা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে সাজেদুল ইসলাম (২৪) আহত হয়েছেন। 

সোমবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার নাউতারা সর্দারহাট তেল্লাইরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজেদা ডিমলা সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মজিবর রহমান লিটনের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, সাজেদা বেগম উপজেলার ঝুনাগাছচাপানী গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। দুপুরে সাজেদুল মোটরসাইকেলে তার মা সাজেদা বেগমকে নিয়ে বাড়ির উদ্দেশে রওয়ানা হন। তারা তেল্লাইরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দৌড়ে আসা একটি গরুর সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খায়। এতে মোটরসাইকলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে পড়ে মা-ছেলে দুইজননেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টায় দিকে সাজেদা বেগম মারা যান।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন শেখ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।