মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ৭টা নাগাদ মিরপুরের পল্লবী এলাকায় দেখা যায় এ রুট থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যের পরিবহনগুলো ছেড়ে যাচ্ছে। আবার বিভিন্ন স্থান থেকে এ রুট ব্যবহার করা পরিবহনগুলোও যাত্রী নিয়ে গন্তব্যে যাচ্ছে।
এসব পরিবহনের মধ্যে রয়েছে - হিমাচল, বিহঙ্গ, সেফটি, মিরপুর লিংক, আকিক, অছিম, নূর-এ মক্কা, রাজধানী ইত্যাদি।
এদিকে যানবাহন চলাচল শুরু হওয়ার পর চিরাচরিত ‘পাল্লাপাল্লিতে’ দেখা গেলো একই গন্তব্যের অছিম ও নূর-এ মক্কা নামে দু’টি পরিবহনের বাসকে। এতে হাল্কা বাক্য বিনিময় হয় নূর-এ মক্কা পরিবহনের বাস চালক ও যাত্রীদের মধ্যে।
আর দুইদিনের ভোগান্তি শেষে যানবাহন চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে জনমনে।
বাংলাদেশ সময়: ০৭৪১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
জেডএস