পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের নেতৃত্বে বুধবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে প্রতিনিধি দলের সদস্যরা কুতুপালং ডি-৫ ক্যাম্পে পৌঁছান। মিয়ানমারের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্র সচিব মিন্ট থো।
রোহিঙ্গা ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এবং প্রত্যাবাসন সম্পর্কিত গঠিত টেকনিক্যাল কমিটির প্রধান মো. আবুল কালাম বাংলানিউজকে জানান, প্রত্যাবাসনের ব্যাপারে রোহিঙ্গাদের সঙ্গে তারা কথা বলেছেন। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নিতে মিয়ানমারে যেসব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে সে বিষয়েও তাদের অবহিত করা হয়েছে।
তিনি জানান, সকাল সাড়ে নয়টার দিকে দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রায় ৩০ সদস্যের প্রতিনিধি দল কক্সবাজার পৌঁছেই উখিয়ার কুতুপালং ডি- ক্যাম্পের উদ্দেশ্য রওনা হন। সকাল সাড়ে ১১টার দিকে দলটি কুতুপালং পৌঁছান। ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গাদের সঙ্গে কথা বলা শেষে দুপুর একটার দিকে ডি-৫ এ সাংবাদিকদের ব্রিফিং করবেন।
ক্যাম্প থেকে ফেরার পথে রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে রোহিঙ্গা এবং বিভিন্ন সংস্থার নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
আরআইএস/এমএ/