ধসে পড়া স্থানে বালুর বস্তা ফেলা হচ্ছে। ছবি-বাংলানিউজ
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যমুনা নদীর ক্রসবার বাঁধের প্রতিরক্ষায় নির্মিত লাঞ্চিং অ্যাপ্রোনের প্রায় ৭০ মিটার এলাকাজুড়ে ধস দেখা দিয়েছে।
বুধবার (৩১ অক্টোবর) সকাল থেকে মতি সাহেবের ঘাট এলাকায় যমুনার ক্রসবার বাঁধ-৩ এর দক্ষিণ গোড়ায় এ ধস দেখা দেয়।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী রণজিৎ কুমার সরকার বাংলানিউজকে জানান, সিরাজগঞ্জ শহরকে যমুনার ভাঙন থেকে রক্ষা করতে নদীর গতিপথ পরিবর্তনের লক্ষ্যে চারটি ক্রসবার বাঁধ নির্মাণ করা হয়।
এর মধ্যে ক্রসবার-৩ বাঁধটি শহরের নিকটবর্তী। ভাঙন ঠেকাতে ওই বাঁধের গোড়ায় তৈরি করা লাঞ্চিং অ্যাপ্রোনে বুধবার সকালে ধস দেখা দিয়েছে। প্রায় ৭০ মিটার এলাকাজুড়ে সিসি ব্লক ও পাথর দেবে গেছে এবং ধসে গেছে। এছাড়া বাঁধের সামনের চরের কিছু অংশ ধসে গেছে। খবর পেয়ে পাউবো’র ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পাউবো’র নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, ধস ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু করা হয়েছে। এ ধসের কোনো প্রভাব বাঁধের ওপর পড়বে না।
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।