নওগাঁ: নওগাঁর সাপাহার সীমান্ত থেকে সোনার তৈরি ছোট বড় মোট ১৬টি পাত উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৩১ অক্টোবর) ভোরে সাপাহার উপজেলার আদাতোলা সীমান্ত থেকে সোনার পাতগুলো উদ্ধার করা হয়।
১৬ বিজিবি ব্যাটালিয়নের আদাতলা সীমান্তের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল জলিল বাংলানিউজকে জানান, বুধবার ভোরে তার নেতৃত্বে বিজিবির একটি টহল দল ওই সীমান্তে টহল দিচ্ছিল।
এসময় কয়েকজন যুবক তাদের দেখে একটি ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ওই ব্যাগে ৮১৭ গ্রাম ওজনের ১৬টি সোনার পাত পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ৩১ লাখ ৫২ হাজার ৮৫৪ টাকা। তবে সেখান থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।