ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে থেমে থেমে যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে থেমে থেমে যানজট বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে থেমে থেমে যানজট। ছবি-বাংলানিউজ

সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের গোলচত্বর থেকে কোনাবাড়ী পর্যন্ত  প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজট হচ্ছে। 

বুধবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে কখনও ধীরগতি আবার কখনো তীব্র যানজটের কবলে পড়ছে শত শত যানবাহন।  

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বাংলানিউজকে জানান, মঙ্গলবার (৩০ অক্টোবর) রাত থেকেই পণ্যবাহী যানবাহনের চাপ রয়েছে।

 এর ওপর রাত ১১টার দিকে সেতুর তিনটি ওজন স্কেলের মধ্যে একটি বিকল হয়ে পড়ায় রাত থেকেই তীব্র  যানজট  সৃষ্টি হয়। সকালে যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও বেলা সাড়ে ১১টা থেকে কখনও ধীরগতি আবার কখনও তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। তবে ঢাকা-উত্তরবঙ্গ লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।