ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৬৮ লাখ ৬৪ হাজার পাঠকের পছন্দে শীর্ষে বাংলাদেশ প্রতিদিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
৬৮ লাখ ৬৪ হাজার পাঠকের পছন্দে শীর্ষে বাংলাদেশ প্রতিদিন .

ঢাকা: ৬৮ লাখ ৬৪ হাজার পাঠক নিয়ে মুদ্রণ সংস্করণে শীর্ষে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। দেশের ৪৭ শতাংশ মানুষ মনে করেন পত্রিকাটির সংবাদ বিশ্বাসযোগ্য। 

গবেষণা প্রতিষ্ঠান ‘পরিপ্রেক্ষিত’ এর গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।  

বুধবার (৩১ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে পরিপ্রেক্ষিতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য তুলে ধরা হয়।

গবেষণার বিষয়বস্তু ছিলো ‘বাংলাদেশের ছাপা সংবাদমাধ্যমের কি মৃত্যু হবে?’

পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীরের তত্ত্বাবধানে পরিচালিত গবেষণায় গবেষক হিসেবে ছিলেন অয়ন দেবনাথ এবং জাহিদ আব্দুল্লাহ। গবেষণা সহযোগী হিসেবে ছিলেন অর্চি হক চৈতী।  

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ গবেষণা জরিপ পরিচালনা করা হয়।

গবেষণা প্রতিবেদনে উঠে আসে, ৫৫ লাখ ৯২ হাজার পাঠক নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রথম আলো। কালের কণ্ঠ’র অবস্থান তৃতীয়, পত্রিকাটির পাঠক সংখ্যা ২৬ লাখ ৪০ হাজার। চতুর্থ অবস্থানে রয়েছে যুগান্তর ও পঞ্চম অবস্থানে রয়েছে আমাদের সময়।

সংবাদ সম্মেলনে পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীর বলেন, প্রচার সংখ্যার দিক থেকে বাংলাদেশের শীর্ষ পত্রিকা হলো বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলো, কালের কণ্ঠ, যুগান্তর ও আমাদের সময়। হকারদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ প্রতিদিনের প্রচার সংখ্যা ৫ লাখ ৭২ হাজার কপি, প্রথম আলোর ৪ লাখ ৬৬ হাজার, কালের কণ্ঠের ২ লাখ ২০ হাজার, আর যুগান্তর ও আমাদের সময়ের প্রচার সংখ্যা যথাক্রমে ২ লাখ ও ৭৬ হাজার কপি। একমাত্র বাংলাদেশ প্রতিদিনই হকারদের কাছ থেকে কোনো পত্রিকা ফেরত নেয় না।

গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়, একটি পত্রিকা দিনে গড়ে ১২ জন পাঠকের হাতে যায়। সে হিসাবে বাংলাদেশ প্রতিদিনের মুদ্রণ সংস্করণে পাঠক সংখ্যা ৬৮ লাখ ৬৪ হাজার। প্রথম আলোর ৫৫ লাখ ৯২ হাজার, কালের কণ্ঠের ২৬ লাখ ৪০ হাজার, যুগান্তরের ২৪ লাখ এবং আমাদের সময়ের পাঠক সংখ্যা প্রায় ৯ লাখ ১২ হাজার (গবেষণায় অনলাইন পাঠকদের অন্তর্ভুক্ত করা হয়নি)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এক হাজার জন পাঠকের মধ্যে ৩৭ শতাংশ পাঠক মনে করেন বাংলাদেশ প্রতিদিনের পূর্বানুমান (আগাম সংবাদ) সঠিক হয়। প্রথম আলোর আগাম সংবাদ ২৬ শতাংশ সঠিক হয়। পাঠকদের মধ্যে ৫৪ শতাংশ পাঠক মনে করেন বাংলাদেশ প্রতিদিন দল নিরপেক্ষ সংবাদ প্রকাশ করেন। অন্যদিকে ২৩ শতাংশ পাঠক মনে করেন প্রথম আলোর সংবাদ নিরপেক্ষ। ডেইলি স্টারকে নিরপেক্ষ মনে করেন ১১ শতাংশ পাঠক।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিশ্বব্যাপী অনলাইন সংবাদ মাধ্যম ব্যাপক জনপ্রিয় হলেও বাংলাদেশে ছাপা সংবাদপত্রের মৃত্যু এখনই হচ্ছে না। গত এক বছরে বাংলাদেশে ছাপা সংবাদপত্রের পাঠক সংখ্যা বেড়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
ইএআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।