ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যুব দিবসে পুরস্কার পাচ্ছেন ২৭ জন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
যুব দিবসে পুরস্কার পাচ্ছেন ২৭ জন যুব দিবসের তাৎপর্য নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন/

ঢাকা: প্রশিক্ষিত যুবক ও যুব মহিলাদের মধ্যে হতে আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনে দৃষ্টান্তমূলক অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২২ জন সফল আত্মকর্মী যুব ও ৫ জন সফল যুব সংগঠককে এ বছর জাতীয় যুব পুরস্কার দেওয়া করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ নভেম্বর (বৃহস্পতিবার) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রাপ্তদের মধ্যে চেক, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করবেন।
 
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বিরেন শিকদার বুধবার (৩১ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে যুব দিবসের তাৎপর্য, যুব উন্নয়নে বর্তমান সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ ও যুব দিবসের বিভিন্ন কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে এতথ্য জানান।


 
সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ আব্দুল্লাহ যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক উপস্থিত ছিলেন।
 
বিরেন শিকদার বলেন, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় এ পর্যন্ত ৩৭ জেলার ১৩৮টি উপজেলায় মোট ২ লাখ ১০ হাজার ২৭৪ জনকে প্রশিক্ষণ এবং ২ লাখ ৭ হাজার ৯৩৯ জনের অস্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
 
বেকার যুবকদের কর্মসংস্থান ও আত্ম-কর্মসংস্থানের জন্য বর্তমান সরকারের সময়ে ২৪ লাখ ৬ হাজার ৬৪১ জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে ৬ লাখ ২১ হাজার ৯১২ জন আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন।  
 
এবারের জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদফতর ও যুব সংগঠন সমূহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বুধবার অনুষ্ঠিত হয়েছে যুব র‌্যালি। র‌্যালির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সচিব মোহাম্মদ আবদুল্লাহ, যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ শহিদুজ্জামান।
 
বিভিন্ন সংগঠনের প্রতিনিধি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রশিক্ষক বিভিন্ন ব্যানার ও ফেস্টুন সরকারে অংশগ্রহণ করেন।
 
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।