বুধবার (৩১ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম গোলাম কিবরিয়া রায় দেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বাংলানিউজকে জানান, মঙ্গলবার (৩০ অক্টোবর) রাতে স্বামীর সঙ্গে কেনাকাটার উদ্দেশে ওই গৃহবধূ শহরের বঙ্গবন্ধু চত্বরে (সোহেলরানা মোড়) আসেন।
বুধবার দুপুরে অভিযুক্ত রাজুকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাকে তিন মাসের কারাদণ্ড দেন বিচারক। দণ্ডপ্রাপ্ত যুবককে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এসআরএস