বুধবার (৩১ অক্টোবর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা জানান।
তিনি আরো জানান, মালয়েশিয়ায় জনশক্তি পাঠাতে খরচ কমবে।
মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের ক্ষেত্রে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিতীয় যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক বুধবার প্রবাসী মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রৌনক জাহান। আর মালয়েশিয়া প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মানবসম্পদ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি এমডিএম বেট্টি হাসান।
সকাল ১০টা থেকে শুরু হয়ে বৈঠক চলে বিকাল ৫টা পর্যন্ত। বৈঠক শেষে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রৌনক জাহান উপস্থিত সাংবাদিকদের বলেন, মালয়েশিয়ার জনশক্তি রফতানিতে সিন্ডিকেট হবে না। এছাড়া বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মালয়েশিয়ায় জনশক্তি পাঠাতে খরচ আরো কমবে। তবে খরচ কত কমবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এক প্রশ্নের উত্তরে ভারপ্রাপ্ত সচিব বলেন, মালয়েশিয়ার লোক পাঠানোর ক্ষেত্রে দূতাবাস থেকে ভিসা সত্যায়ন করা হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদশে সময়: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
টিআর/এএ