ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনার প্রতি আফগান রাষ্ট্রদূতের শুভকামনা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
শেখ হাসিনার প্রতি আফগান রাষ্ট্রদূতের শুভকামনা আফগানিস্তানের নবনিযুক্ত রাষ্ট্রদূত আবদুল কাইয়ুম মালিকজাদ ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

ঢাকা: আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের প্রতি শুভকামনা জানিয়েছে আফগানিস্তানের নবনিযুক্ত রাষ্ট্রদূত আবদুল কাইয়ুম মালিকজাদ।

বুধবার (৩১ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে এক বৈঠকে তিনি এ শুভকামনা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত আফগান রাষ্ট্রদূত।

আফগান রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশেনায় বাংলাদেশের অব্যাহত উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করেন। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী ও তার দলের প্রতি শুভকামনা জানান। বৈঠকে আফগানিস্তানের সাম্প্রতিক নির্বাচনের বিষয়েও আলোচনা হয়।

মাহমুদ আলী আফগানিস্তানের উন্নয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এ বিষয়ে বাংলাদশেরে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান। তিনি আফগান রাষ্ট্রদূতের বাংলাদেশে অবস্থানকালীন সময়ের সাফল্য কামনা ও পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

রাষ্ট্রদূত বাংলাদশেরে সঙ্গে আফগানিস্তানের ঐতিহ্যবাহী সম্পর্ককে আরও দৃঢ় করার বিষয়ে তার সরকারের অব্যাহত প্রচষ্টোর কথা ব্যক্ত করেন। আলোচনার সময় রাষ্ট্রদূত বাংলাদশে থেকে ওষুধ, তৈরি পোশাক আমদানি এবং আফগানিস্তানে বাংলাদেশি বিনিযোগের ব্যাপারে তার সরকারের আগ্রহের কথা জানান।  

বাংলাদশে সময়: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮ 
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।