বুধবার (৩১ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে এক বৈঠকে তিনি এ শুভকামনা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত আফগান রাষ্ট্রদূত।
আফগান রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশেনায় বাংলাদেশের অব্যাহত উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করেন। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী ও তার দলের প্রতি শুভকামনা জানান। বৈঠকে আফগানিস্তানের সাম্প্রতিক নির্বাচনের বিষয়েও আলোচনা হয়।
মাহমুদ আলী আফগানিস্তানের উন্নয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এ বিষয়ে বাংলাদশেরে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান। তিনি আফগান রাষ্ট্রদূতের বাংলাদেশে অবস্থানকালীন সময়ের সাফল্য কামনা ও পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
রাষ্ট্রদূত বাংলাদশেরে সঙ্গে আফগানিস্তানের ঐতিহ্যবাহী সম্পর্ককে আরও দৃঢ় করার বিষয়ে তার সরকারের অব্যাহত প্রচষ্টোর কথা ব্যক্ত করেন। আলোচনার সময় রাষ্ট্রদূত বাংলাদশে থেকে ওষুধ, তৈরি পোশাক আমদানি এবং আফগানিস্তানে বাংলাদেশি বিনিযোগের ব্যাপারে তার সরকারের আগ্রহের কথা জানান।
বাংলাদশে সময়: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
টিআর/এএ