বুধবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার লালমাটিয়া এলাকা থেকে খাদিজার মরদেহটি উদ্ধার করে পুলিশ। আর এ ঘটনার পর থেকে তার শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।
খাদিজার বোন রুমা আক্তার বাংলানিউজকে বলেন, সাত বছর আগে লালমাটিয়া এলাকার আমির উদ্দিনের ছেলে সিরাজের সঙ্গে খাদিজার বিয়ে হয়। পরে গত কয়েক মাস ধরে সিরাজ ফাতেমা বেগম নামে অন্য এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হন। এরপর থেকে সিরাজ ও তার বাড়ি লোকজন খাদিজাকে বাবার বাড়ি থেকে এক লাখ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য চাপ দিতে থাকে।
তিনি আরও বলেন, যৌতুকের জন্য সিরাজ খাদিজাকে অমানুষিক নির্যাতন করতেন। এ নির্যাতন সহ্য করতে না পেরে খাদিজা বাবার বাড়িতে চলে গিয়েছিল। কিন্তু দুইদিন আগে আবার স্বামীর বাড়ি গেলে তাকে বুধবার সকালে শ্বাসরোধে হত্যা করে তারা। এরপর খাদিজার পাঁচ বছরের সন্তান জুঁইকে নিয়ে তারা বাড়ি থেকে পালিয়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, খাদিজার স্বামী সিরাজ এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে থানায়।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজাউল ইসলাম বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এপি/টিএ