ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঘুষ নেওয়ার অভিযোগে জিএম‌পি'র এসআই প্রত্যাহার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
ঘুষ নেওয়ার অভিযোগে জিএম‌পি'র এসআই প্রত্যাহার 

গাজীপুর: মামলার ভয় দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএম‌পি) কোনাবাড়ী থানার এক এসআইকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (৩১ অ‌ক্টেবর) তা‌কে প্রত্যাহার করা হয়। 

গাজীপুর মেট্রোপ‌লিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) রুহুল আমিন সরকার জানান, প্রত্যাহারকৃত উপ-পরিদর্শক (এসআই) ইয়াসির আরাফাত কোনাবাড়ী থানার কর্মরত ছিলেন। তিনি কোনাবাড়ী থানার আমবাগ এলাকার ৭ ব্যক্তিকে আটক করে মামলার ভয় দেখিয়ে তাদের স্বজনদের কাছ থেকে দুই লাখ ৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন ব‌লে অ‌ভি‌যোগ উ‌ঠে‌।

 

তিনি বলেন, ‌বিষয়‌টি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নজরে আসে। প‌রে এসআই ইয়া‌সির আরাফাত‌কে বুধবার সন্ধ্যায় প্রত্যাহার করা হয়ে‌ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হ‌চ্ছে। অ‌ভি‌যো‌গের সত্যতা পে‌লে ওই এসআই‌য়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
আরএস/ইএআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ