বুধবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় সরকারি এডওয়ার্ড কলেজের স্বাধীনতা চত্বরে জেলা শিল্পকলা একাডেমি এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা নাচ, গান, কবিতা ও ছোট নাটক পরিবেশন করে।
সাংস্কৃতিক সন্ধ্যার আগে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ গোলাম ফারুক প্রিন্স। বিশেষ অতিথি ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ন কবির মজুমদার। সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন- জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মারুফা মঞ্জুরী খান।
নাট্যকলা, কণ্ঠসঙ্গীত, চারুকলা, যন্ত্রসংগীত, নৃত্যকলা, লোক সংস্কৃতি এই ছয় বিষয়ে ২০ জন সাংস্কৃতিকর্মীকে এ সম্মাননা দেওয়া হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক প্রমুখ।
আনুষ্ঠানের শুরুতে পাবনার প্রত্যয় রবীন্দ্র সংঙ্গীত শিল্পী ওস্তাদ আবুল হাসেমের অকাল মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বাংলাদেশ সময়: ০৩১৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
আরএ