বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় জেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
কারাগার সূত্র জানায়, ফেনীর বর্তমান কারাগারটি ১৯১৫ সালে শহরের রাজাজির দিঘির দক্ষিণ পূর্ব কোনে এক দশমিক পাঁচ একর (১.৫) জায়গার ওপর ছোট্ট একটি ওয়ার্ড় দিয়ে কার্যক্রম শুরু হয়।
নবনির্মিত কারাগারটি বর্তমান কারাগার থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে ফেনী-ছাগলনাইয়া সড়কের ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের নতুন রানীর হাটের পাশে মালিপুর ও সোনাপুর মৌজায় ৭ একর ৫০ শতক জমির ওপর নির্মিত হয়েছে। এ কারাগারে ৩৫০ জন বন্দির ধারণ ক্ষমতা রয়েছে। এছাড়া জেল সুপার, জেলার, ডেপুটি জেলার, ফার্মাসিস্ট ও সর্বপ্রধান কারারক্ষী, হিসাবরক্ষকের জন্য বাসভবন ও দশজন কারারক্ষীর পরিবার নিয়ে বসবাসের বাসভবন ছাড়াও কারারক্ষীদের জন্য ব্যারাক রয়েছে।
প্রায় ৩৯ কোটি টাকা ব্যয়ে এ কারাগারটির নির্মানকাজ শুরু হয় ২০১১-১২ সালে। শেষ হয় ২০১৮ সালের জুন মাসে। ফেনী কারাগারের জেল সুপার মো. রফিকুল কাদের এসব তথ্য নিশ্চিত করে বলেন, উদ্বোধনের পর পুরাতন কারাগার থেকে বন্দিদের নতুন কারাগারে স্থন্তারের প্রক্রিয়া শুরু হবে।
বাংলাদেশ সময়: ০৪০৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
এসএইচডি/আরএ