ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝালকাঠির তিন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
ঝালকাঠির তিন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঝালকাঠিতে তিন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠান

ঝালকাঠি: সারাদেশের বিভিন্ন প্রকল্পের সঙ্গে ঝালকাঠির তিনটি প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১ নভেম্বর) সকালে ঝালকাঠি ডিসি কার্যালয়ে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে জেলার কাঁঠালিয়া উপজেলায় হলতা নদীর ওপরে ২ দশমিক ৬৫ কিলোমিটর সেতু, রাজাপুর উপজেলায় ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

এছাড়া শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে ঝালকাঠি সদরের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ঝালকাঠির প্রকল্প উদ্বোধন উপলক্ষে পরে জেলা শহরে আনন্দ র‌্যালি বের করা হয়।  

বাংলা‌দেশ সময়: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।