বৃহস্পতিবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
গাজীপুর আনসার সার্কেল অ্যাডজুট্যান্ট মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, অন্য পোশাক কারখানার শ্রমিকরা ডেল্টা স্পিনিং মিলে হামলা চালায়।
ময়নাতদন্তের জন্য ওই আনসার সদস্যের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার হাতিমারা এলাকায় মিতালী ফ্যাশন লিমিটেড নামে পোশাক কারখানায় এক শ্রমিককে চুরির দায়ে হত্যা করেছে ওই কারখানার কর্তৃপক্ষ এমন গুজব উঠে। পরে ওই কারখানায় শ্রমিকরা বুধবার (৩১ অক্টোবর) বিকেলে বিক্ষোভ করে। একপর্যায়ে পুলিশ ও কারখানার কর্তৃপক্ষ ওই শ্রমিক হাসপাতালে ভর্তি আছে এবং বৃহস্পতিবার সকালে তাকে কারখানায় হাজির করা হবে বলে অন্য শ্রমিকদের জানায়।
কিন্তু বৃহস্পতিবার সকালে ওই শ্রমিককে হাসপাতাল থেকে কারখানায় আনতে দেরি হওয়ায় কারখানার শতশত শ্রমিক আশপাশের ১০ থেকে ১৫টি কারখানায় ভাঙচুর করে এবং ওইসব কারখানার শ্রমিকদের ডেকে আনে।
ভাঙচুর করা কারখানার মধ্যে রয়েছে- ডেল্টা স্পিনিং, মুনটেক্স, মাল্টি ফ্যাবরিক্স, ডেল্টা কম্পোজিট, যমুনা গামেন্টস, তুসুকা ও কেয়া স্পিনিং।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
আরএস/জিপি