বৃহস্পতিবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউছার আলম এ রিমান্ড মঞ্জুর করেন।
দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে হাজির করা হয় তদন্তকারী কর্মকর্তা।
এর আগে বুধবার (৩১ অক্টোবর) রাতে শহরের উত্তর চাষাঢ়া এলাকার বাকেরউদ্দিনের ৭২/৩ নম্বর পাঁচতলা বাড়ির ৫ম তলার একটি ফ্ল্যাট বাসা থেকে ওই পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ৮টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে রাতেই নাশকতার পরিকল্পনার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান।
আটকরা হলেন- ওই বাড়ির মালিক বাকের উদ্দিনের ছেলে বোরহান উদ্দিন সোহেল, শহরের বাবুরাইল এলাকার হোসেন আলী রাজন, খানপুর এলাকার জাহাঙ্গীর হোসেন, রাজধানীর মিরপুর এলাকার সাজ্জাদুল হোসেন ও ওয়ারী এলাকার সৈয়দ হাবিব হায়দার বাবু।
এরআগে মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ফতুল্লার পাগলা মুন্সীখোলা চেকপোস্টে তল্লাশির সময় এক পুলিশ কনস্টেবলকে গুলি করে যায় সন্ত্রাসীরা।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
ওএইচ/