ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় চেকপোস্টে কনস্টেবলকে গুলির ঘটনায় ৫জন রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
ফতুল্লায় চেকপোস্টে কনস্টেবলকে গুলির ঘটনায় ৫জন রিমান্ডে হাসপাতালে গুলিবিদ্ধ কনস্টেবল মোহাম্মদ সোহেল। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: ফতুল্লার মুন্সিখোলা চেকপোস্টে যাত্রীবাহী বাস তল্লাশির সময় এক পুলিশ কনস্টেবলকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার পাঁচ আসামির তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউছার আলম এ রিমান্ড মঞ্জুর করেন।

দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে হাজির করা হয় তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে আদালত প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। কোর্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হানিফ মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (৩১ অক্টোবর) রাতে শহরের উত্তর চাষাঢ়া এলাকার বাকেরউদ্দিনের ৭২/৩ নম্বর পাঁচতলা বাড়ির ৫ম তলার একটি ফ্ল্যাট বাসা থেকে ওই পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ৮টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে রাতেই নাশকতার পরিকল্পনার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান।

আটকরা হলেন- ওই বাড়ির মালিক বাকের উদ্দিনের ছেলে বোরহান উদ্দিন সোহেল, শহরের বাবুরাইল এলাকার হোসেন আলী রাজন, খানপুর এলাকার জাহাঙ্গীর হোসেন, রাজধানীর মিরপুর এলাকার সাজ্জাদুল হোসেন ও ওয়ারী এলাকার সৈয়দ হাবিব হায়দার বাবু।

এরআগে মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ফতুল্লার পাগলা মুন্সীখোলা চেকপোস্টে তল্লাশির সময় এক পুলিশ কনস্টেবলকে গুলি করে যায় সন্ত্রাসীরা।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।